ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
অদ্য ৫ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েল এর আয়োজনে আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে “বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক” সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী মহোদয়। তিনি তাঁর বক্তব্যে বলেন, ” দালালের খপ্পরে পড়ে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিদেশে যেয়ে ছাত্র-ছাত্রীরা প্রতারিত হচ্ছে। অনেকে টাকা-পয়সা জমা দিয়েও বিদেশে যেতে পারছে না। এজন্য নিজে এবং অভিভাবকদের সচেতন হতে হবে। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক তাদের ইংরেজী ও কম্পিউটার বিষয়ে অত্যন্ত দক্ষ হতে হবে।” তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার আগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হয় । এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দ্রুত পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের সম্মানিত অধ্যক্ষ ড. রুমন রেজা মহোদয়। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, আইডিয়াল ওভারসিস এডুকেশন এবং জনাব মোঃ তৌকির হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, আইইএলটিএস, বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।