ভালোবাসা এখনো চিঠিতে বেঁচে থাকে: দীঘি

স্বাধীন বিনোদন ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদে চলমান আন্তর্জাতিক সংগীত ও সংস্কৃতি উৎসব ‘রিয়াদ সিজন’-এ এবার জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৪টি দেশ নিয়ে গত ১০ অক্টোবর ষষ্ঠবারের মতো শুরু হওয়া এই আয়োজন বিভিন্ন দেশের সংগীত, নাচ, ঐতিহ্যবাহী পোশাক ও খাবারের মাধ্যমে বহুজাতিক সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে। প্রতিটি দেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে বিশেষ কয়েকটি দিন, যেখানে তারা নিজেদের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরছেন।

এই বৃহৎ আয়োজনের অংশ হিসেবে ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ কালচার’ পর্ব, যা শুক্রবার (১৪ নভেম্বর) পর্যন্ত চলেছে। আর এই পর্বে বাংলাদেশের সংগীত ও অভিনয় অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ রিয়াদের মঞ্চে পারফর্ম করছেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

জানা গেছে, দীঘির পাশাপাশি বাংলাদেশ থেকে আরও যারা অংশ নিচ্ছেন—সংগীতের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর, জনপ্রিয় গায়ক মনির খান, বেলাল খান, আকাশ মাহমুদ, মুহাম্মদ ইমরান, ইশরাত জাহান জুঁই, পুষ্পিতা মিত্র, হুমায়রা ইশিকা এবং ডিজে তুরিন এমএনআর। তিন দিনের এই আয়োজনে প্রতিদিনই মঞ্চ মাতাচ্ছেন তারা।

আজ বাংলাদেশের শেষ পর্বে চমক হিসেবে থাকছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। যুক্তরাষ্ট্রে দুই মাসব্যাপী সংগীত সফর শেষে দেশে ফিরে আবার সৌদির মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন তিনি। শেষ দিনের অনুষ্ঠানেও গান পরিবেশন করবেন আকাশ মাহমুদ, পুষ্পিতা মিত্র, ইশরাত জাহান জুঁই ও ডিজে তুরিন এমএনআর।

এদিকে এ আয়োজনেই বিশেষ পারফরম্যান্সে অংশ নিচ্ছেন অভিনেত্রী দীঘি। এর মধ্যেই সৌদিতে অবস্থানকালে একটি ঘটনা তাকে বিশেষভাবে স্পর্শ করেছে। জানা যায়, হোটেল কক্ষে তার অনুপস্থিতিতে এক পরিচ্ছন্নতাকর্মী একটি ছোট চিরকুট লিখে রেখে যান। প্রিয় তারকার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা জানানো সেই চিঠি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন দীঘি।

সামাজিক মাধ্যমে চিঠিটি প্রকাশ করে দীঘি লিখেছেন, “সকালে হোটেল থেকে বের হওয়ার সময় রিসেপশনে বলেছিলাম রুমটা পরিষ্কার করে দিতে। পরে ফিরে এসে টেবিলে এই ছোট্ট চিরকুট পাই। সম্ভবত যিনি রুম পরিষ্কার করেছেন তিনি বাঙালি। এই ডিজিটাল যুগে কেউ এভাবে চিঠি লিখে দেখা করতে চাইবে—ব্যাপারটা খুব মিষ্টি লাগল।”

তিনি আরও বলেন, “এই নোটের মাধ্যমে আবারও বুঝলাম, ভালোবাসা এখনো চিঠিতে বেঁচে থাকে। আমার এমন ভক্তদের ভালোবাসাতেই আমি আজও নিজের জায়গায় দাঁড়িয়ে আছি। এই ভালোবাসা যেন আজীবন থাকে।”

দীঘির পোস্টে সহশিল্পী বারিশা হক মন্তব্য করেন—“অবশ্যই দেখা করা উচিত।” পাশাপাশি অসংখ্য ভক্তরা মন্তব্য করে তাদের শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *