অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম ও আর আই নূরুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী,ব্যুরো চিফ: 

নারায়ণগঞ্জে জেলা পুলিশের আয়োজনে বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) জনাব আসিফ ইমাম এবং আর আই (রিজার্ভ ইনস্পেক্টর) জনাব মোঃ নূরুল হকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই সংবর্ধনায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)।

জনাব আসিফ ইমাম প্রায় এক বছর ধরে সোনারগাঁও ও বন্দর থানা সার্কেলের দায়িত্বে থেকে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়কালে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
অন্যদিকে জনাব মোঃ নূরুল হক, আর আই, পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জ হিসেবে দায়িত্ব পালন করেন দুই বছর ছয় মাস। তাঁর সম্মানে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—
“দায়িত্ব পালনকালে তাঁরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় রেখেছেন। তাঁদের অবদান জেলা পুলিশের সদস্যরা স্মরণে রাখবে।”

পুলিশ সুপার বিদায়ী অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *