নুরুল ইসলাম:
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ও সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রীপুর পৌর বিএনপি। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য খোকন প্রধানের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ‘গণবিরোধী’ ও ‘অগণতান্ত্রিক’ উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, লকডাউনের নামে সরকার বিরোধী কার্যক্রম দমন এবং গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা যে কোনো ধরনের নাশকতা ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর মহিলা দলের সভাপতি পারভিন সুলতানা, শ্রমিক দলের সাবেক সভাপতি মো. বাচ্চু মিয়া, পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহীন প্রধান, শ্রীপুর পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম সজিব, পৌর যুবদলের আহ্বায়ক সদস্য জহির খান, পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম এরশাদ খান, গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত হাসান খান, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, পৌর ২নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক এস এ সামি, উপজেলা জাসাসের আহ্বায়ক সদস্য মোরশেদ আলম, পৌর কৃষক দলের সহ-সভাপতি আজিজুল হক বেপারী এবং পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাবেক সদস্য ইমরান হাসান মিলন।
এ সময় বক্তারা সরকারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি ও এর অঙ্গসংগঠনের আন্দোলন অব্যাহত থাকবে।