আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লা জেলার ছওয়ানশুর এলাকার মৃত শুভ মিয়ার ছেলে মো. করিম (৩৫) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাইজভাইল এলাকার ফজলুল হকের মেয়ে ও খায়রুল ছালামের স্ত্রী নাজমা (৪০)
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশনন্দী ফেরিঘাট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়।এ সময় নারী ও পুরুষ যাত্রীর হাতে থাকা ব্যাগ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধার করা ইয়াবা থানার হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *