এক নতুন বিশ্বরেকর্ড গড়লেন রোনালদো

স্বাধীন স্পোর্টস ডেস্ক:   

ক্রিশ্চিয়ানো রোনালদো! নামটিই ফুটবল ইতিহাসে এক বিস্ময়, এক অনুপ্রেরণার উৎস। দুই দশকের বেশি সময় জুড়ে বিশ্ব ফুটবলে রাজত্ব করে চলা এই পর্তুগিজ মহাতারকা আবারও নতুন ইতিহাস গড়ে তুলেছেন। আল হাজমের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে দুর্দান্ত এক গোল করে তিনি ছুঁয়েছেন পেশাদার ফুটবলে ৯৫০ গোলের অবিশ্বাস্য মাইলফলক। পৃথিবীর আর কোনো ফুটবলার যেখানে কল্পনাও করেনি, সেখানে রোনালদো নিজের ক্যারিয়ারের শিখরকে বারবার টপকে যাচ্ছেন। ১০০০ গোল স্পর্শ করতে এখন তার দরকার মাত্র আরও ৫০ গোল। বয়সের ব্যাখ্যার বাইরে গিয়ে এই কীর্তি রোনালদোকে ফুটবলের কিংবদন্তিদের মধ্যেও ‘কিংবদন্তি’ করে তুলেছে।

তবে ম্যাচের শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন স্বাদের। বেশ কিছু নিশ্চিত সুযোগ হাতছাড়া হওয়ায় রোনালদোর মুখে হতাশার ছাপ দেখা যাচ্ছিল। গোল যেন হচ্ছিল না কিছুতেই। একের পর এক শট, একের পর এক আক্রমণ—সবই ব্যর্থতায় গড়াচ্ছিল। কিন্তু রোনালদো হলেন রোনালদো! ৮৮ মিনিটে ঠিকই খুঁজে নিলেন গোলের পথ। বল জালে জড়ানোর সেই মুহূর্তে তার চোখেমুখে ফুটে উঠল স্বস্তি ও জয় ছিনিয়ে নেওয়ার আনন্দ। তার গোলেই ২-০ ব্যবধানে আল নাসর নিশ্চিত করে নেয় গুরুত্বপূর্ণ জয়। এই মৌসুমে লিগে এটি ছিল তার ষষ্ঠ গোল, আর সব মিলিয়ে ৭ গোল হয়ে গেছে তার নামের পাশে। ইউনাইটেড ছেড়ে ২০২২ সালে আল নাসরে যোগ দেওয়ার পর তিনি এখন পর্যন্ত করে ফেলেছেন ১০০-রও বেশি গোল। সতীর্থরা যেখানে বয়সের সঙ্গে ক্ষীণ হয়ে পড়েন, রোনালদো সেখানে যেন আরও sharpen হচ্ছেন!

এই রেকর্ডটি এলো এমন এক সময়, যখন চির-প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও নিজের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। দ্রুততম ফুটবলার হিসেবে একটু আগেই ক্যারিয়ারের ৮৯০ গোলের মাইলফলকে পৌঁছেছেন আর্জেন্টাইন সুপারস্টার। ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে তার মোট গোল এখন ৮৯১। লা লিগায় বার্সেলোনার হয়ে শুরু হওয়া ‘গোল-যুদ্ধ’ রিয়ালের জার্সিতে রোনালদোর আগমনের পর আরও তীব্র হয়েছিল। সেই শিহরণ জাগানো লড়াই আজও চলছে, যদিও দৃশ্যপট বদলে গেছে। ইউরোপ ছেড়ে তারা দুইজনই এখন ভিন্ন মহাদেশে। তবু প্রতিটি গোলেই ফুটবলপ্রেমীরা নতুন করে তুলনা টেনে আনেন—কে এগিয়ে, কে সেরা!

ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে তারা আবারও ইতিহাসের সাক্ষী হতে চলেছেন। মেসি ইতিমধ্যেই চুক্তি নবায়ন করেছেন ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মিয়ামিতে। অপরদিকে রোনালদো থাকছেন আল নাসরেই ২০২৭ সাল পর্যন্ত। অর্থাৎ আরও অন্তত দেড় বছর ফুটবল ভক্তরা দেখতে পাবেন এই দুজনের ঐতিহাসিক প্রতিযোগিতা—গোল সংখ্যা বাড়াতে বাড়াতে কে সবচেয়ে উঁচু পাহাড়ে উঠতে পারেন, সেই লড়াই।

রোনালদোর গোলের যাত্রা শুরু হয়েছিল পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবন থেকে, যেখানে তার গোল সংখ্যা ৫। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ গোল, রিয়াল মাদ্রিদে অবিশ্বাস্য ৪৫০ গোল—যা আজও ক্লাবটির সর্বোচ্চ গোলের রেকর্ড। জুভেন্টাসে ১০১, বর্তমান ক্লাব আল নাসরে ১০৬ এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে ১৪৩ গোল যোগ হয়ে তার ক্যারিয়ারের মোট গোল দাঁড়িয়েছে ৯৫০-এ। রোনালদোর গোলের প্রতিটি পরিসংখ্যান যেন এক একটি রূপকথার গল্প।

ইতিহাস বলছে, সর্বোচ্চ ক্যারিয়ার গোলের তালিকায় এখন তিনি একক এবং অনেক ব্যবধানে এগিয়ে আছেন। তার পেছনে রয়েছেন লিওনেল মেসি (৮৯১), কিংবদন্তি পেলে (৭৬২), রোমারিও (৭৫৬) ও ফেরেনশ পুসকাস (৭২৫)। এ তালিকা দেখলেই বোঝা যায়—রোনালদো কোন উচ্চতায় দাঁড়িয়ে।

আজকের ফুটবল সারসংক্ষেপ হয়তো ভবিষ্যতের কোনো প্রজন্ম বইয়ে পড়ে শিখবে। রোনালদো এবং মেসি—ফুটবলের ইতিহাসে এমন দ্বৈরথ আর কখনো দেখা যাবে কিনা, তা-ও প্রশ্নসাপেক্ষ। কিন্তু একটি সত্য এখনই পরিষ্কার—এ দুইজনের প্রত্যেকটা গোল, প্রত্যেকটা মুহূর্ত ইতিহাসের পাতায় সযত্নে লেখা থাকবে অনন্তকাল।

এটাই রোনালদো। বয়স ৩৯ পেরিয়ে গেলেও এখনও ক্ষুধার্ত, এখনও লড়াকু, এখনও ‘গোল মেশিন’। আর সেই যন্ত্রের ইঞ্জিন থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *