এটিএম মাজহারুল ইসলাম:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের ন্যায় ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারা দেশের ন্যায় কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে তাদের এ কর্মসূচি পরিচালিত হয়েছে। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রেখে ঐক্যমত পোষণ করেছে। এর আগে ৩০ নভেম্বর তারা ২ ঘণ্টা এবং বুধবার (৩ নভেম্বর) অর্ধদিবস কর্মবিরতি করেছিলেন।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দাবি করেছেন, ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন উপায়ে আন্দোলন ও দাফতরিক চিঠি পাঠানো সত্ত্বেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা এবং মন্ত্রণালয়ের সময়ক্ষেপণের কারণে এখন পর্যন্ত দাবি পূরণ হয়নি। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদ সৃষ্টির পর থেকে তাতে পদোন্নতির কোন সুযোগ রাখা হয়নি। বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি মন্ত্রণালয়।
ইতিপূর্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদদের ১১ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। তারা সতর্ক করে জানান, দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
তবে হাসপাতালের জরুরি বিভাগ এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে। কর্মসূচির কারণে হাসপাতালে আগত রোগীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিনই এই ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে সাধারণ জনগণ জানিয়েছেন—স্বাস্থ্য সেবায় ব্যাঘাত ঘটায় তারা ভোগান্তিতে পড়েছেন, তবে স্বাস্থ্য কর্মীদের ন্যায্য দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে।