মনিরুল ইসলাম :
ময়মনসিংহের নান্দাইলে বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ হায়েস মিয়া (৫৬)। গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরপুর ইউনিয়নের কালিয়ান গ্রামে ঘটনাটি ঘটে।
আহত হায়েস মিয়া এ বিষয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে একই গ্রামের দুটি পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে এক পক্ষ সীমানা অনুযায়ী ঘর নির্মাণ শুরু করলে অপর পক্ষ বাধা দেয়। এ সময় কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ মনু মিয়ার ছেলে আজিজুল ইসলাম ও তার সহযোগীরা প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে প্রতিবাদ করায় তারা হায়েস মিয়ার ওপর অতর্কিত হামলা চালায় এবং দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে।
আহত হায়েস মিয়া বলেন,“তারা আমাকে বারবার প্রাণনাশের হুমকি দিত। এখন ভয়ে বাড়ির বাইরে বের হতেও পারি না।”
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হোসেন বলেন,“অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”