নারায়ণগঞ্জে কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ সাগরের নেতৃত্বে যুবদলের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও যুবনেতা কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ সাগরের নেতৃত্বে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। শহরের মন্ডলপাড়া থেকে শুরু হয়ে র‌্যালিটি নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। দিনভর নারায়ণগঞ্জ শহরজুড়ে ছিল যুবদল নেতাকর্মীদের উপস্থিতি, উৎসবমুখর পরিবেশ ও নানা রঙের ব্যানার-ফেস্টুনে সাজানো বিশাল জনসমাগম।

দুপুর ২টা থেকেই নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে মন্ডলপাড়ায় সমবেত হতে থাকে। কিছু সময়ের মধ্যেই পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। র‌্যালিতে উপস্থিত নেতাকর্মীরা ঢাক-ঢোলের তালে তালে ‘তারেক রহমানের নির্দেশ, যুবদল একসাথে’— এমন নানা স্লোগানে মুখর করে তোলে পুরো শহর।

র‌্যালির উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তারা বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। র‌্যালিতে সভাপতিত্ব করেন কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ সাগর। এসময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাগর প্রধান, সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মঞ্জু, জুয়েল প্রধানসহ মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ বলেন, “যুবদলের নেতাকর্মীদের এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামনে যে জাতীয় নির্বাচন আসছে, সেটিতে আমাদেরকে জনগণের মন জয় করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। সর্বোচ্চ মেধা, দক্ষতা ও সততার মাধ্যমে আমরা গণমানুষের আস্থা অর্জন করব।”

প্রধান অতিথি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আজকের এই বিশাল র‌্যালি প্রমাণ করে, যুবদল এখনও জনগণের হৃদয়ের সংগঠন। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনে দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলই হবে অগ্রণী শক্তি। এই ষড়যন্ত্রের জবাব দিতে যুবদলকে প্রস্তুত থাকতে হবে।”

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, নেতা জুয়েল রানা, নূর আলম খন্দকার, আতিকুর রহমান সবুজ, শফিকুল আলম মুক্ত, হাজী সাইদ, মনা, আল-আমিন, বাপ্পি শিকদার, মাসুম, সেলিম খন্দকার, মিজান, দুলাল, মাইনুল, জনি, শরীফ ও হারুন প্রমুখ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা আক্তারুজ্জামান মৃধা। র‌্যালি শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা শপথ গ্রহণ করেন— গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা।

নারায়ণগঞ্জ শহরজুড়ে দিনভর ছিল উৎসবের আমেজ ও রাজনৈতিক উচ্ছ্বাস। শহরের বিভিন্ন মোড়ে যুবদলের নেতাকর্মীরা শুভেচ্ছা ব্যানার টানিয়ে র‌্যালির প্রতি সংহতি জানায়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ আয়োজন নারায়ণগঞ্জে যুবদলের পুনর্জাগরণের একটি শক্তিশালী বার্তা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *