মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:
নারায়ণগঞ্জ শহরের ট্রাফিক জ্যাম নিরসনে পরিবহন মালিক, চালক ও শহরের অধিবাসীদের প্রতি পুলিশের বিশেষ অনুরোধ। নারায়ণগঞ্জ শহরের সম্মানিত অধিবাসীগণ, আপনারা জানেন নারায়ণগঞ্জ একটি শিল্প সমৃদ্ধ, আয়তনে অপেক্ষাকৃত ছোট ও ঘনবসতিপূর্ণ শহর। অত্র জেলায় অন্যান্য জেলা হতে নিয়মিত লোকজন চাকরি ও ব্যবসার কাজে আসা-যাওয়া করে এবং অন্যান্য জেলার যাত্রীবাহী, পণ্যবাহী যানবাহন চলাচল করে। নারায়ণগঞ্জ একটি অতি প্রাচীন শহর এবং এই শহরের রাস্তাগুলো অনেক পুরোনো ও অপরিকল্পিতভাবে তৈরি। ফলে বর্তমানে বিপুল সংখ্যক বিভিন্ন ধরনের যানবাহন ধারণ করার ক্ষমতা এই শহরের রাস্তাগুলোর নেই। তদুপরি বছরব্যাপী রাস্তার উপর বিভিন্ন সংস্কার কার্যের খোড়াখুঁড়ি, নির্মাণসামগ্রী ও পয়নিষ্কাশনের বর্জ্য ফেলে রাখা, ভাসমান ব্যবসায়ীদের রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা, অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী উঠানামা ইত্যাদি কারণে নারায়ণগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনা একটি বিশেষ চ্যালেঞ্জের মুখে পড়েছে, যার ফলস্বরূপ নগরবাসীকে প্রতিদিন যানজটের ভোগান্তির শিকার হতে হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ অন্যান্য সহযোগী সংস্থার সহযোগিতায় নারায়ণগঞ্জ শহরের যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
আগামী দিনগুলোতে নারায়ণগঞ্জ শহরের যানজট দূরীকরণের লক্ষ্যে যানবাহন মালিক, চালক এবং নগরবাসীকে নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে:
১। নির্ধারিত লেন ও রাস্তা মেনে যানবাহন পরিচালনা করবেন।
২। উল্টোদিকে গাড়ি চালানো বা হঠাৎ রাস্তায় দিক পরিবর্তন থেকে বিরত থাকবেন।
৩। যানবাহন চালকদের পাশাপাশি যাত্রীগণও নির্ধারিত লেন ও রাস্তা এবং উল্টোদিকে যানবাহন চালনা না করার জন্য চালকদের নিষেধ করবেন।
৪। যত্রতত্র গাড়ি পার্কিং করে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা থেকে বিরত থাকবেন।
৫। যত্রতত্র বাস, লেগুনা, অটোরিকশা থামিয়ে যাত্রী উঠানামা না করে, নির্দিষ্ট স্টপেজ ব্যবহার করবেন।
৬। যানবাহনের মালিকগণ চালককে গাড়ি চালনার জন্য ভাড়া/অনুমতি দেওয়ার পূর্বে চালকের দক্ষতা, অভিজ্ঞতা ও সচেতনতার বিষয়টি যাচাই করবেন।
৭। নাগরিকগণ রাস্তায় নির্মাণসামগ্রী, পয়নিষ্কাশনের বর্জ্য এবং অন্যান্য মালামাল ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা থেকে বিরত থাকবেন।
৮। চালকগণ নিজেরা অতিরিক্ত হর্ন বাজিয়ে শব্দ দূষণ তৈরি করবেন না এবং অন্যদেরকেও এ বিষয়ে সচেতন করতে সহযোগিতা করবেন।
৯। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকবেন।
১০। অসুস্থ শরীর কিংবা চোখে ঘুম নিয়ে গাড়ি চালনা করা থেকে বিরত থাকবেন।
১১। ট্রাফিক পুলিশ এবং এ কাজে নিয়োজিত সরকারি ও অন্যান্য ব্যক্তিবর্গের দেওয়া ট্রাফিক সম্পর্কিত অনুরোধ/নির্দেশনা মেনে চলবেন।
১২। উপরের সকল অনুরোধ/নির্দেশনা মেনে সুশৃঙ্খলভাবে যান পরিচালনা করে যানজটমুক্ত শহর তৈরিতে পুলিশকে সহযোগিতা করার জন্য যানবাহন মালিক, চালক, যাত্রী ও নগরবাসীর প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান ও ধন্যবাদ জানিয়েছেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদপত্র ও ডিজিটাল মাল্টিমিডিয়া নারায়ণগঞ্জ জেলার ব্যুরো মোহাম্মদ হোসেন হ্যাপীর মাধ্যমে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোঃ জসিমউদ্দিন।