নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী রনির গণসংযোগে জনতার ঢল

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির গণসংযোগে ব্যাপক জনতার উপস্থিতি দেখা গেছে। সোমবার (১০ নভেম্বর) তিনি দিনব্যাপী এনায়েতনগর ইউনিয়নের শিবু মার্কেট এলাকা থেকে শুরু করে ফতুল্লা ইউনিয়নের ফতুল্লা রেললাইন পর্যন্ত টানা গণসংযোগ করেন। পুরো এলাকায় তার পক্ষে সাড়া এবং সমর্থনের ঝড় লক্ষ্য করা গেছে।

গণসংযোগ চলাকালে বিভিন্ন বয়সী মানুষের ভিড় বৃদ্ধি পেতে থাকে। পথচারী, দোকানি ও সাধারণ ভোটাররা তাকে ঘিরে সমর্থন জানায়। স্থানীয়রা মন্তব্য করেন,
“রনির মতো তরুণ, কর্মমুখী এবং এলাকায় নিয়মিত থাকা নেতা চাই আমাদের।”

মশিউর রহমান রনি বলেন,
“দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেন, তাহলে আগামী ৫ বছরের মধ্যে **এনায়েতনগর–ফতুল্লা সহ পুরো নারায়ণগঞ্জ-৪ আসনের জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট সংস্কার, স্কুল ও কলেজের উন্নয়নসহ এলাকার সকল সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ। সিদ্ধিরগঞ্জ-বন্দরের চেয়েও ফতুল্লায় উন্নয়ন হবে—এটা আপনাদের কথা দিচ্ছি।”

গণসংযোগে তিনি সাধারণ মানুষের মতামত শোনেন, সমস্যাগুলি নোট করেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সরাসরি আলাপচারিতা করেন।

বিএনপির নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে জানা গেছে, গত ৩ নভেম্বর দেশের ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। এর ফলে কে মনোনয়ন পাবেন—এ নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আগ্রহ ও আলোচনা চলছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গণসংযোগে এতজন সাধারণ মানুষের উপস্থিতি এবং রনির স্থানীয় পরিচিতি তাকে মনোনয়নের প্রার্থী হিসেবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। স্থানীয় ভোটাররা তার প্রতিশ্রুতিকৃত উন্নয়ন কর্মসূচি এবং সমস্যা সমাধানের পরিকল্পনায় আগ্রহ প্রকাশ করেছেন।

এ বিষয়ে দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী চূড়ান্ত করতে বিএনপি কেন্দ্রীয় কমিটি স্থানীয় জনমত ও নেতাদের মতামতকে গুরুত্ব দিচ্ছে। মশিউর রহমান রনির সাম্প্রতিক গণসংযোগ এ প্রক্রিয়ায় তার শক্ত অবস্থান তুলে ধরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *