জয়পুরহাট প্রতিনিধি
সেহরি খাওয়ার পর বাড়ির পাশে রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলার সময় ট্রেনে কেটে সৈয়দ জিহান নামে এক কলেজছাত্র প্রাণ হারিয়েছেন। শনিবার ভোরে জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়াসংলগ্ন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দ জিহান শহরের ঠেঙ্গামারা পলিটেকনিক ইন্সটিটিউটের কারিগরি শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র ও জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া মহল্লার সৈয়দ সুজনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রেললাইনে গেম খেলায় মগ্ন থাকা অবস্থায় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে জিহান রেললাইনের পাশে পড়ে জ্ঞান হারান। সকাল ৬টার দিকে প্রতিবেশী এক নারী তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে জয়পুরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বগুড়া থানা পুলিশের ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, নিবার্হী সম্পাদক : এডভোকেট আব্দুল্লাহ আল মামুন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০।। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ