
খসরু মৃধা :
গত ৪ মার্চ গাজীপুর মহানগরীর পূবাইলের ৩৯ নং ওয়ার্ড এর হায়দ্রাবাদ আক্কাস মার্কেট এলাকার একটি ইলেক্ট্রনিক দোকানের গ্রিল কেটে চুরি হওয়া চোরাই তার সহ ০১ জন কে আটক করেছে গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ,
খোজ নিয়ে জানা গেছে, আক্কাস মার্কেট এলাকা থেকে চুরি হওয়া চোরাই মালামাল টংগী এলাকায় আছে এমন গোপন সংবাদ এর ভিত্তিতে পহেলা এপ্রিল গাজীপুর মহানগরীর টংগী থানাধীন হিমারদীঘী (নোয়াগাও) এলাকায় অভিযান পরিচালনা করে পূবাইল থানা পুলিশের একটি টিম,
অভিযানে চোর চক্রের মূল হোতা ও চুরির ঘটনার রুজু হওয়া মামলার ০১ নাম্বার আসামী জাকির হোসেন কে ৫০ কয়েল চোরাই তার সহ আটক করা হয়,
আটক জাকিরের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার টাবিপুরা গ্রামে, সে একই এলাকায় তোফাজ্জল হোসেনের ছেলে,
বর্তমানে সে গাজীপুর মহানগরীর টংগী থানাধীন নোয়াগাও এলাকায় আমজাদ ভূইয়ার বাড়িতে ভাড়া থেকে আসছিল, ইতিপূর্বে একই মামলায় আরো তিনজন গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ,
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, আসামী কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে