প্রতিদিন খবর ও আলোর ছোঁয়া মানব কল্যান সোসাইটির উদ্দ্যেগে রমজানের তাৎপর্যতা শীর্ষক আলোচনা,ইফতার ও দোয়া মাহফিল 

মোঃ শামীম হোসেন  :প্রতিদিন খবর ও আলোর ছোঁয়া মানব কল্যান সোসাইটির যৌথ উদ্দ্যেগে আজ ২২শে রমজান ০২ এপ্রিল বিকাল ৪ ঘটিকায় ৪৩,হাটখোলা রোড,(চৌধুরীমল-৫তলা)টিকাটুলি, ঢাকা-১২০৩ নিজ অফিসের হলরুমে রমজানের তাৎপর্যতা শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।উক্ত অনুষঠানে সভাপতিত্ব  করেন সরকার জামাল সম্পাদক প্রতিদিন খবর,চেয়ারম্যান আলোর ছোঁয়া মানব কল্যান সোসাইটি,প্রধান অথিতি ফরিদ খান, সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব , প্রধান আলোচক ফারুক আলম তালুকদার, সম্পাদক ও প্রকাশক দৈনিক আলোর জগত, বিশেষ অতিথি ব্যারিস্টার পল্লব আচার্য্য,বিশেষ অতিথি  ব্যারিস্টার কেয়া সেন,  বিশেষ অতিথি কামরুজ্জামান  জনি, সম্পাদক ও প্রকাশক দৈনিক মুক্তির লড়াই,বিশেষ অতিথি হিসেবে আর যারা উপস্থিত ছিলেন  মোঃ আনিসুর রহমান,মেডিসিন বিভাগ জনস্বাস্থ্য  হোমিও, নাজমা সরকার, অর্থ সচিব আলোর ছোয়া মানব কল্যাণ সোসাইটি, দেলোয়ার হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক ওয়াল্ড মিডিয়া ক্লাব।সঞ্চালনায় সাংবাদিক মঞ্জুর আলম রাসেল প্রধান বার্তা সম্পাদক, দৈনিক আলোর জগত।আলোচনায় আর যারা উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ ,সাংবাদিক ও মানবাধিকারকর্মী মাইনুল মিসির,সাংবাদিক ও মানবাধিকার কর্মী এরশাদ উল্লা ,সাংবাদিক ও মানবাধিকার কর্মী,কাউসার বাবুল,সাংবাদিক ও মানবাধিকার কর্মী,হাসান মিয়া,সাংবাদিক ও মানবাধিকার কর্মী,আলম খান,সাংবাদিক ও মানবাধিকার কর্মী,মোঃ মিজান,সাংবাদিক ও মানবাধিকার কর্মী,রাজু আহমেদ,সাংবাদিক ও মানবাধিকার কর্মী,আব্দুস সবুর,সাংবাদিক ও মানবাধিকার কর্মী,কাজী আবদুর রহমান শাহিন,সাংবাদিক ও মানবাধিকার কর্মী,সৈয়দ আবদুর রায়হানসাংবাদিক ও মানবাধিকার কর্মী,মোহাম্মদ জাকির হোসেন মোল্লা,সাংবাদিক ও মানবাধিকার কর্মী,মোহাম্মদ আবদুল মান্নান খান,সাংবাদিক ও মানবাধিকার কর্মীসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *