
মুন্সি মোঃ আল ইমরান:
‘”চাদাবাজী মামলা তুলে না নেয়ায় আবারো বাদীর উপর হামলা”” কদমতলী থানাধীন পূর্ব ধোলাইপাড় ২নং গলির সিটি দাগনং-১৩২৪ নির্মানাধীন বাড়ির চাদা না পেয়ে,হামলা চালিয়ে কাজ বন্ধ করায় কদমতলী থানায় একটি মামলা হয়।যার কারনে আসামীপক্ষের সহযোগিরা বাদীকে মামলা উঠানোর হুমকি দেয়,বাদী কর্নপাত না করায় গত ৮ই মার্চ রাত আনুমানিক১০-১৫মিঃএ বাদীর বাড়ির গেইটের সামনে ১নং বিবাদী আলি আকবর উল্লাসের ফুফাত ভাই কিশোর গ্যাং সদস্য মাকসুদুর রহমান (শুভ) ও তার বাবা জয়নাল আবেদিন সহ আরো ৪/৫জন বাদীর উপর ক্ষিপ্ত হইয়া এলোপাথাড়ি ভাবে মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা যখম করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
একপর্যায়ে মাকসুদুর রহমান শুভর হাতে থাকা লাঠি দিয়ে হত্যার উদ্দ্যেশ্যে বাদীর মাথায় আঘাত করতে চাইলে বাদী আত্মরক্ষায় হাত দিয়ে ঠেকাতে গেলে বাম হাতের কব্জির হাড় ভেঙ্গে যায়।ঐ সময় বাদীর গলায় থাকা ১ভরি৭ আনা ওজনের চেইন ছিনিয়ে নেয়,যার আনুমানিক বাজার মূল্য ১,৫৫,০০০টাকা।এ বিষয় কদমতলী থানায় একটি মামলা হয় যার নং-৩৩/৩/২৪।এখনো বিবাদী মাকসুদুর রহমান শুভ ও জয়নাল আবেদিন বাদীর সামনে দিয়ে ঘুরাঘুরি করে ও ভয়ভীতি দেখাইতেছে।চাদাবাজী মামলার আসামি উল্লাস ও বাবু সহ অন্যান্যরা জামিনে আসিয়া মৃত্যুর হুমকি প্রদান করিতেছে।বাদীপক্ষের পরিবারের সকল সদস্য নিরাপত্তা হীনতায় ভুগিতেছে।এমতাবস্থায় মাননীয় সরাস্ট্রমন্ত্রী সহ স্থানীয় প্রশাষনের নিকট আইনগত সার্বিক সহযোগিতা কামনা করছে।।