কক্সবাজার জেলার জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরাফাত হোছাইন :
কক্সবাজার জেলার  জাতীয় পার্টির উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ০৪ এপ্রিল)  চকরিয়া উপজেলার কাকারায় জামিয়াতুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার হলরুমে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির  সভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন  এর সভাপতিত্বে এবং শাহরিয়ার রিফাতশাহরিয়ার রিফাতের সঞ্চালনায়  জাতীয় পার্টির কক্সবাজার জেলার উদ্যোগে   সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণে বিশদ আলোচনা সভা, রাজনীতিবিদ ও বিশিষ্টজনের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল , আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন , জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শামসুল আলম ।
তিনি বলেন, মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ সরকার থাকাকালীন দেশের জন্য অবদান রেখে গেছেন তার মধ্যে  কক্সবাজারের উন্নতীকরণ: কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে পরিণত করতে নানামুখী কর্মসূচি হাতে নেন এরশাদ।
 বিচার ব্যবস্থা দ্রুত করণ: দেশের বিচার ব্যবস্থা দ্রুত করতে ১৮৯৮ সালের ফৌজদারি দন্ডবিধি এবং ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধি সংশোধন করেন পল্লীবন্ধু। এছাড়াও রাজধানীর উন্নয়নে ব্যাপক কার্যক্রম রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির।  ঐতিহাসিক আহসান মঞ্জিল সংস্কার করেন এরশাদ।  প্রতিটি সড়ক ও অলিগলিতে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করেন। পান্থপথ ও রোকেয়া সরণি সড়ক নির্মাণ করেন। পথ শিশুদের জন্য পথকলি ট্রাস্ট গঠন করেন।
এ ছাড়া উপজেলাভিত্তিক তিন স্তরের প্রশাসনব্যবস্থা চালু করেন। যৌতুক নিরোধ আইন, নারী নির্যাতন প্রতিরোধ আইন, মুসলিম পারিবারিক আইন, বাল্যবিবাহ নিরোধ আইন জারি করেন। বিসিএস একাডেমি ও লোক প্রশাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন।
৯ বছর রাষ্ট্র পরিচালনাকালে পল্লীবন্ধু অজস্র কল্যাণময় উদ্যোগ গ্রহণ করেন পল্লীবন্ধু যার সুফল দেশ ও জাতি সম্মানের সঙ্গে আজীবন উপভোগ করবে।
 অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,  চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী বশিরুল আলম,  মাতামুহুরি সাংগঠনিক উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, লক্ষ্যার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা  কাইছার,   জেলা জাতীয় পার্টির উপদেষ্টা  এড়ভোকেট ওমর আলী, জেলা সদস্য সচিব সফিকুর রহমান, জেলা যুগ্ন আহবায়ক মাওলানা এম এমন হেদায়েতুর রহমান, জেলা নেতা হেলাল উদ্দিন,চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ এনামুল হক, , পেকুয়া উপজেলা সভাপতি আলম ফরাজী, কক্সবাজার সদর উপজেলা সভাপতি জিয়াউর রহমান, চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আজাদ, পৌরসভা সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি,কক্সবাজার জেলা মৎস্যজীবী পার্টির সভাপতি আবদুল মালেক, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা সাধারণ সম্পাদক আবদুল কালাম, সাইফুল ইসলাম মুন্না,  সফিউল আলম, জালাল উদ্দিন, জাতীয় পার্টির  উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দে ।
আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদেসাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *