
কামরুল ইসলাম:
লোহাগাড়া একটি আলোচিত সুন্দর নগরী চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে সড়ক হওয়াতে দিনরাত বিভিন্ন যানবাহনের চলাচল এইছাড়া নাই কোন টার্মিনাল , অবৈধ হকারদের কারণে পুটফাত অবৈধ দখল দারের হাতে। তবুও রাতদিন পরিশ্রম করে লোহাগাড়া কে যানযট মুক্ত করে সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে লোহাগাড়া থানার ট্রাফিক ইনর্চাজ মোঃ হাবিব সার্জেন্ট সালাউদ্দীন সহ আরও কয়েকজন। অতিব দুঃখের বিষয় লোহাগাড়া থানা এলাকা বিশাল যেমন – টাকুর দিঘি স্টেশন, পদুয়া বাজার, লোহাগাড়া সদর স্টেশন, আদুনগর বাজার, চুনতী এই স্টেশন গুলো যানযট মুক্ত করতে হলে ১৫ জন ট্রাফিক প্রয়োজন এরমধ্যে ট্রাফিক রয়েছে ৬ জন এই ৬জন জনবল নিয়ে কাজ করা অসম্ভব তবুও টিআই হাবিব ও সার্জেন্ট সালাউদ্দীন রাত দিন কঠোর পরিশ্রম করে সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এই বিষয়ে টি আই হাবিব বলেন আমি প্রথমে কৃতজ্ঞতা ও ঈদের শুভেচ্ছা জানিয়ে দোয়া কামনা করছি লোহাগাড়া থানার সর্বস্তরের জনসাধারণের কাছে যারা প্রতিনিয়ত বিভিন্ন সহযোগিতা করে লোহাগাড়া কে যানযট মুক্ত করে সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এত বৃহৎ এলাকা আমার একার পক্ষে সামাল দেওয়া সম্ভব ছিলনা যদি কিনা এলাকাবাসী আমাকে সহযোগিতা না করত। এই ছাড়া সার্জেন্ট সালাউদ্দীন বলেন আমাদের টিআই স্যার আসলে একজন সঠিক চৌকস পুলিশ অফিসার তার দিক নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি আবং তার সুফল হিসেবে আমরা লোহাগাড়া সদর কে পরিচ্ছন্ন যানজট মুক্ত করতে সক্ষম হয়েছি আমরা লোহাগাড়া থানার সকল মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি