কামরূল ইসলাম:
ব্যাংকে কোন ঋণ নেই বরং ব্যাংকে টাকা জমা আছে, কোন ভূমি দস্যু নয় চাঁদাবাজ নয় জননেতা ফোরকান উল্লাহ চৌধুরী।। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন তিনি। এখন শোনা যাচ্ছে ব্যাংক লুটেরা বহিরাগত এসে প্রার্থী হচ্ছেন।। জনগণ সাবধান সুখে দুঃখে সব সময় যাকে পাই তিনি মোদের ফোরকান উল্লাহ চৌধুরী । নিম্নে তার পরিচয় তুলে ধরা হল তিনি হলেন দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আশরাফ আলী চৌধুরীর সৌযগ দৌহিত্র গোলামবারী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আলহাজ্ব অলি উল্লাহ চৌধুরীর সুযোগ্য পুত্র দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ইউনিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান জনকল্যাণ উচছ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার হাট ফোরকানিয় মাদ্রাসা, এতিম খানা, হেফাজ খানার সভাপতি এই ধরনের অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন