‘তরুণরাই ভারত-বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে’

স্টাফ রিপোর্টার

ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন বলেছেন, তরুণরাই দুই দেশের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি। অতীত ও বর্তমানের মতো আগামীতেও তরুণরাই এ দুই দেশের সম্পর্ককে বিভিন্ন ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবে।

শুক্রবার (৫ এপ্রিল) বাংলাদেশ ইউথ ডেলিগেশন টু ইন্ডিয়া’ (বিওয়াইডি) কর্মসূচিতে অংশ নেওয়া সদস্যদের পুনর্মিলনী ও প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারত সরকারের আমন্ত্রণে ২০১২ সাল থেকে প্রতিবছর বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রের ১০০জন মেধাবী তরুণ ভারতে রাষ্ট্রীয় সফর করেন। চট্টগ্রাম থেকেও প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক তরুণ গত ১১ বছরে এ আয়োজনে অংশ নিয়েছেন। চট্টগ্রাম থেকে ভারত সরকারের ‘বাংলাদেশ ইউথ ডেলিগেশন টু ইন্ডিয়া’ (বিওয়াইডি) কর্মসূচিতে অংশ নেওয়া সদস্যদের এক পুনর্মিলনী ও প্রীতি সম্মিলন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন। বিওয়াইডি অ্যালামনাই অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিওয়াইডি অ্যালামনাই ও চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সোহেল সারওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সাংবাদিক আজহার মাহমুদ, সাংবাদিক শিহাব জিসান অনিক, সাংবাদিক ফেরদৌস লিপি, শামীমা শীলা, নওরীন মুনীর প্রমা, সাজু রায় রাহুল, নাঈমুল ইসলাম, বিপ্লব পার্থ, সৈয়দ মো. নুরাঈন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *