বোয়ালখালীতে জমে উঠেছে ঈদের বাজার

প্রভাস চক্রবর্তী:

বোয়ালখালীতে জমে উঠেছে ঈদের বাজার। উপজেলা পৌররাস্তার পাশে বসেছে বাহারী পোশাকে সাজানো ক্ষুদ্র ব্যবসায়ীরা।আর মাত্র চারদিন পর ঈদুল ফিতর। প্রচণ্ড গরম উপেক্ষা করেও মানুষের উপচে পড়া ভিড়।

কালুরঘাট ফেরির বিভিন্ন ভোগান্তিরএবং গরমে কারনে শহর মুখি মানুষগুলো এখন উপজেলা মার্কেটগুলোতে ভীড় পড়েছে।

ঈদের দিন যত ঘনিয়ে আসছে, মার্কেটগুলোতে লোকজনেরও কেনাকাটা ব্যাপকভাবে বেড়ে চলেছে। শুধু ইফতারের সময় ছাড়া প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা।

উপজেলা অন্যতম খাজাসুপার মার্কেট,জব্বার মার্কেট,আলমদিনা সুপার মার্কেট, বোয়ালখালী বাজার, বিয়েবাজার, শাকপুরা,কানুনোপাড়া চৌধুরী হাট এসব জায়গায় বি়ভিন্ন ব্র্যান্ডের শো-রুমে প্রতিদিনই পছন্দের কাপড় ও জুতা কিনতে ভিড় করছেন ক্রেতারা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যানজটও। রেললাইন থেকে উপজেলা পর্যন্ত এবং কানুনগোপাড়া মোড়ে যানজট যেন প্রতিদিনের সঙ্গি।

ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবারের মতো এবারও ঈদ বাজারে এসেছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় সব পোশাক। তবে এবার বাজারে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের আধুনিক ডিজাইনের সব ধরনের পোশাক রয়েছে। এসব ব্র্যান্ডের বেশিরভাগেরই শো-রুম রয়েছে। বিয়েবাজারের বিক্রিতা আকবর হোসেন “দৈনিক স্বাধীন সংবাদকে’ জানান আমরা ঢাকা থেকে নুতন ডিজাইন কালেকশন করেছি।

এছাড়া পাঞ্জাবি, শার্ট, গেঞ্জি, ফতোয়া, থ্রি-পিস, টুপিস ও শিশুদের জন্য সব ধরনের কাপড় পাওয়া যাচ্ছে এ সব শপিং মলে । শেষ মুহূর্তের কেনাকাটায় মার্কেটে চাকরিজীবীদের উপস্থিতিই বেশি লক্ষ করা যাচ্ছে। তবে ক্রেতাদের বেশিরভাগই নারী।

সৈয়দপুররে ক্রেতা শাহীন আকতার জানান কেনাকাটা করতে এসে প্রায় সব ধরণের কাপড়ে বাড়তি দাম গুনতে হচ্ছে। সব ধরনের কাপড়ে দাম বেড়েছে ৫০০ থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত। তবে তাঁর অভিযোগ ব্যবসায়ীমহল সত্যনয় বলে জানান।

ব্যবসায়ীরা জানান, মার্কেটের অনেকেই ঢাকা বঙ্গবাজার ও নিউমার্কেট থেকেই কাপড় সংগ্রহ করতেন। মিরপুর, কেরানীগঞ্জসহ বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা কাপড় আমদানি করছে। সব মিলিয়ে ঈদের আগে আশানুরূপ বেচাকেনা করতে পারবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের।

এদিকে শহরে ঈদের বেচাকেনাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। বোয়ালখালী থানার অফিসার ইনর্চাজকে মুঠোফোন পাওয়া যায়নি।

তবে থানা এস,আই আবদুল জব্বার জানান আমাদের ভাগ করে বিভিন্ন বিট থেকে নিরাপত্তা জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে । এছাড়া উপজেলা যানজট নিরসনেও কাজ করছে থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *