চট্রগ্রাম ব্যুরো অফিস:
বন্দর নগরীতে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের অন্তর্ভুক্ত ওব্যাট স্কুলের উচ্ছাস সংগঠনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (৫ই এপ্রিল) সেচ্ছাসেবী সংগঠক মোস্তাক রায়হান হিমাদ্রীর সভাপতিত্বে ‘সার্ভেন্ট অব আল্লাহ’র আর্থিক সহযোগীতায় ও ‘হিউম্যানিটি সাপোর্টার্স ফোরাম’র সার্বিক সহযোগিতায় উক্ত ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই সময় উক্ত সেচ্ছাসেবী সংগঠন এর সংগঠক জনাব মোস্তাক রায়হান হিমাদ্রি বলেন, ❝আমরা ২০২০ সাল থেকে সংগঠন এর সেচ্ছাসেবক সদস্যদের সহযোগিতায় বিভিন্ন উন্নয়ন কাজ করে আসছি। রমজানের ইফতার ও সেহেরি প্রোগ্রাম, কুরবানির মাংস বিতরন, শিতের কম্বল বিতরন, বৃক্ষ রোপন কর্মসূচি, রক্তদান কর্মসূচি সহ মানবিক কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায় এই রমজানে সমাজের কিছু মানবিক ব্যক্তির আর্থিক সহযোগিতায় তিনটি এতিম মাদ্রাসায় ১০ দিনের ইফতার কর্মসূচি নেয়া হয় এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আজকের এই ঈদ উপহার বিতরণের আয়োজন।❞
তিনি আরো বলেন, ❝সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে সীমিত আয়ের মানুষরা আরও ভাল ভাবে এই শিশুদের যত্ন নিতে পারবে।❞
উক্ত উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওব্যাট বিডি এর প্রোগ্রাম ম্যানেজার সোহেল আক্তার খান, সাংবাদিক মাজহারুল ইসলাম রানা, দি বাংলাদেশ টু ডে’র সিনিয়র স্টাফ রিপোর্টার মহিউদ্দিন সাগর, দৈনিক স্বাধীন সংবাদ বিশেষ প্রতিনিধি,হুমায়ন কবির রাব্বি, সার্ক মানবাধিকার চট্টগ্রাম অঞ্চল এর নাজিম উদ্দিন আমিরী, সৃজনশীল কল্যাণ পরিষদের সভাপতি মুরাদ হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন উক্ত সেচ্ছাসেবী সংগঠন এর সাধারাণ সম্পাদক নাজিম খান ও সদস্য ফাউজিয়া আক্তার।