
মোশারফ হোসেন জসিম পাঠান:
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ১২ নং বৈরাটি
ইউনিয়নের দরুন বৈরাটি গ্রামের মৃত আইয়ুব আলী ছেলে বীর মুক্তিযোদ্ধা এবিএম
মবিনুল হক (৭০) পরিবারের উপর সন্ত্রাসীদের হামলা থানায় অভিযোগ ইতি মধ্যে জানা
যায় গত ৩০-০৩-২০২৪ইং তারিখ রাত্রে প্রায় ১০.৩০ মিনিটে মুক্তিযোদ্ধার ছেলের
নাতি তুষার এর সহিত ক্যামেরার ভাড়া নিয়ে কথার কাটাকাটি করে । পাশ্ববর্তী গ্রামের
খুদ বৈরাটির মোঃ আলী আহম্মেদ এর ছেলে জুনাইদ (১৯) জের ধরে উলেক্ষিত তারিখে
জুনাইদ তার লোকজন নিয়ে অর্তকিত হামলা ও ভাংচুর এবং লুটপাট চালায়
মুক্তিযোদ্ধার দোকানে। এসময় কলেজ ছাত্র তুষার প্রতিবাদ করিলে প্রতিপক্ষের
আঘাতে গুরুত আহত হয় ।আহত ব্যক্তির চিৎকারে আশে-পাশের লোকজন দ্রুত এগিয়ে
এসে হামলাকারীদের কবল হইতে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করে।পরে আহত তুষার এর দাদা বীর-মুক্তিযোদ্ধা এবিএম মবিনুল হক বাদী হয়ে
পূর্বধলা থানায় অফিসার ইনচার্জ বরাবর প্রতিপক্ষ জুনাইদ সহ ৯জন কে আসামী
করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার এস
আই ঘটনার স্থান পরিদর্শন করেন।এদিকে প্রতিপক্ষ প্রভাবশালী থাকায়
অভিযোগ/মামলাটি কে দামাচাপা দেওয়ার জন্য ব্যাপক প্রভাব কাটাছে। এই নিয়ে পুরো
এলাকায় আলোচনা সমালোচনা ঝড় উঠে এই খবর পেয়ে ঢাকা থেকে প্রকাশিত জাতীয়
দৈনিক পত্রিকার সাংবাদিকগণ তথ্য সংগ্রহ করতে সরেজমিনে গেলে অভিযোগের বাদী
মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর সাথে কথা বললে জানতে চাইলে তারা সত্যতা শিকার করে
বলেন, উল্লেখিত আসামীগণ এলাকার সন্ত্রাসী,চাদাবাজী ,নারী লোভী ওরা অর্থের
বিনিময়ে অনেক কিছু করতে পারে এ ব্যপারে জেলার উদ্ধর্তন কর্মকতার,জেলা পুলিশ
সুপার সহ স্থানীয় প্রশাসনের পদক্ষেপ কামনা করছে মুক্তিযোদ্ধা পরিবার বর্গ ও
এলাকাবাসী। প্রকাশ থাকে যে উক্ত ঘটনার প্রেরিপ্রেক্ষিতে যেকোন সময় বড় ধরনের
দূর্ঘটনা ঘটতে পারে চলবে….