বান্দরবানে সন্ত্রাসী তৎপরতা দমনে র‍্যাবের অভিযান শুরু অস্ত্র সহ আটক

কামরুল ইসলাম:

বান্দরবানে সন্ত্রাসী তৎপরতা দমনে র‍্যাবের অভিযান শুরু হওয়ার পর উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র। আটক করা হয়েছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র সন্দেহভাজন পাঁচ সদস্যকে।

রবিবার (৭ এপ্রিল) রাতে বান্দরবান জেলা সদরের একটি পাহাড়ি এলাকা থেকে গোপনসূত্রে অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা এসব অস্ত্র উদ্ধার করে।

তবে উদ্ধারকৃত অস্ত্রগুলো রুমা উপজেলার সোনালী ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর লুট হওয়া অস্ত্র কিনা তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে র‍্যাব পরবর্তীতে বিস্তারিত জানাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে শনিবার থেকে বান্দরবানে সন্ত্রাসী তৎপরতা দমনে শুরু হয় র‍্যাবের সাঁড়াশি অভিযান। এই অভিযানে শতাধিক র‍্যাব সদস্য অংশ নিয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যমবিষয়ক পরিচালক খন্দকার আল মঈন সাংবাদিকদের অভিযান শুরুর কথা জানিয়েছিলেন। শনিবার থেকে বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় শুরু হয় এই অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *