লোহাগাড়া উপজেলাবাসী কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে দোয়া কামনা করেছেন ফোরকান উল্লাহ চৌধুরী

কামরুল ইসলাম:

আর মাত্র দুই দিন অথবা তিন দিন পর মুসলিম ধর্মের মহা খুশী বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর। এই উপলক্ষে লোহাগাড়া উপজেলার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনসাধারণের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে দোয়া কামনা করেছেন আগামী উপজেলা নির্বাচনের জনগণের মনোনীত চেয়ারম্যান প্রার্থী দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আশরাফ আলী চৌধুরীর সৌযগ দৌহিত্র অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অলি উল্লাহ চৌধুরীর সৌযগ পুত্র বিশিষ্ট সমাজ সেবক তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা লোহাগাড়া উপজেলার আলোকিত সন্তান দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আমিরাবাদ জন্যকল্যান উচ্চ বিদ্যালয়ের সভাপতি চট্টগ্রাম সিপিজেড ইউনিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান জনাব ফোরকান উল্লাহ চৌধুরী। এলাকাবাসী বলেন সংসদ সদস্যের পর উপজেলা এইটা একটা পবিত্র স্থান যেমন তেমন লোক এই স্থানে বসানো হলে এই পবিত্র স্থান অপবিত্র হবে জনগণ কে সেবা বদলে শোষণ করবে তাই ফোরকান উল্লাহ চৌধুরীর মত যোগ্য প্রার্থী বেছে নিতে হবে এবং উনার সব কিছু চিন্তা করে জনগণের পবিত্র অভিভাবক হিসেবে নির্বাচন করা নৈতিক দ্বায়িত্ব। অন্যদিকে ফোরকান উল্লাহ চৌধুরী বলেন জনপ্রতিনিধি না হয়ে ও জনগণের সেবা করা যায় আল্লাহর কথা চিন্তা করে সমাজ সেবা ও দান করলে এমন ভাবে দান করতে হবে এক হাতের দান অন্য হাতে যেন না জানে।আর উপজেলা নির্বাচনের বিষয়ে এখনো কোন মত প্রকাশ করেনি। শুধু বলেন আমি জনগণের ভালবাসা ও দোয়া কামনা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *