
আলমাস হোসেন :
ঈদের আনন্দ ভাগাভাগী করে নিতে সাভারের আশুলিয়ায় প্রতিবন্ধীদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে একটি প্রতিবন্ধীদের সামাজিক সংগঠন ডি. দোলা।
সোমবার (৮ মার্চ) সকালে আশুলিয়ার পলাশবাড়ী পশ্চিমপাড়া এলাকায় সংগঠনের নিজস্ব অফিস থেকে এ সকল ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় প্রায় ২৩০জন প্রতিবন্ধীদের পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার পেয়ে প্রতিবন্ধীদের পরিবারের মুখে যেন এক রাশি হাসি ফুটেছে।
ডি. দোলার সংস্থার চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেব লুৎফর রহমান।
সংগঠনের নির্বাহী পরিচালক আল মামুন বিপ্লব এর সার্বিক ব্যবস্থাপনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন, দুলাল আহম্মেদ ও সিরাজুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।