
মোঃ কামাল হোসেন:
মাদারীপুরে আলহাজ আমিনউদ্দিন হাই স্কুলের ৫০ তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আলহাজ আমিনউদ্দিন হাইস্কুল প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে আলহাজ আমিনউদ্দিন হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ পূর্ণমিলনী অনুষ্ঠিানের আয়োজন করা হয়।
এ সময় মাদারীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শরীফ মোহাম্মদ হুব্বুল কবিরের সভাপতিত্বে ও আবজাল হোসেন মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিশ হোসেন, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্র, মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম,ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাখাওয়াত হোসেন,মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ,মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমান খান,আলহাজ আমিনউদ্দিন হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফরহাদ ফেরদৌস বর্ষণ,আলহাজ আমিনউদ্দিন হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেন পিলু প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান বলেন জিয়াউর রহমান ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলো আর শেখ হাসিনা ছাত্রদের হাতে কলম তুলে দিয়েছে এটাই বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য বিএনপি ছাত্রদের হাতে অস্ত্র দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আর আওয়ামী লীগ ছাত্রদের হাতে কলম তুলে দিয়ে দেশকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছে।