
কামরুল ইসলাম, ভালুকা:
ময়মনসিংহের ভালুকায় রোববার রাতে উপজেলার কাঁঠালী এলাকা থেকে ধর্ষণের মামলায় তামজিদ কে গ্রেফতার করা হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন তামজিদ তার ব্যাক্তিগত একটি প্রাইভেটকারে করে ভুক্তভোগী ওই নারীকে নিয়ে ঘুড়তে যায়। একপর্যায়ে প্রাইভেটকারটি নির্জন এলাকায় থামিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের ওই নারী পরে ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক তামজিদকে গ্রেফতার করে।
তামজিদ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেলের ছেলে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।