নিজস্ব প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় রীতা দাস (২৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের যাত্রাবাড়ির দাস পাড়ায় গত বৃহস্পতিবার (১১ এপ্রিল ২০২৪) রাতে এই ঘটনা ঘটে।
আহত রীতা দাস (২৮) হলো উলচাপাড়া গ্রামের যাত্রাবাড়ি এলাকার রামদন দাসের স্ত্রী।এবং অভিযুক্ত অনিক দাস (২৯) হলো ওই এলাকার অমরিত দাসের( বগা দাস) ছেলে।
রীতা দাস কে ব্রাহ্মণবাড়িয়ার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে কী কারণে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত হতে পারেনি।
রীতা দাস বলেন, ‘রাতে তিনি জানালার পাশে খাটে ঘুমিয়ে ছিলেন। স্বামী রামদন দাস রাতে মাছ ধরতে নদীতে চলে যায়। ঘরে কোন পুরুষ মানুষ না থাকায় ঠিক তখনই পূর্বথেকে উৎপেতে থাকা অনিক দাস দরজা খোলে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটার চেষ্টা করে। তখন রীতা দাস তার হাত টেনে ধরে চিৎকার দিলে সে দৌড়ে পালিয়ে যায়। এ সময় তার গলা থেকে রক্ত পড়তে থাকে। তার চিৎকার শুনে পাড়া প্রতিবেশি দূরে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।