স্পোর্টস ডেস্ক:
জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে গতকাল আলাপ করেছেন তামিম ইকবাল। মিরপুর শের-ই বাংলার মাঠে ডিপিএলে তারা মুখোমুখি হয়েছিলেন। ম্যাচশেষে ড্রেসিংরুমে দেখা যায় শান্ত-তামিমকে লম্বা সময় ধরে বৈঠক করতে। বৈঠক শেষে অবশ্য অধিনায়ক শান্ত অবশ্য খোলাসা করেননি কি কথা হয়েছে তাদের।
শান্ত আরও বলেন, ‘আমরা ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম। কীভাবে আমরা আরেকটু বেটার করতে পারি সেটা নিয়ে আলোচনা করছিলাম। খুব বেশি সিরিয়াস কিছু তা নয়। জাস্ট দেখা করা।’
তামিম দলে ফিরলে তা সুবিধাজনক হবে কিনা এমন প্রশ্নে শান্ত বলেন, ‘ভালো তো লাগবে। তামিম ভাইর মতো খেলোয়াড় দলে থাকলে অবশ্যই জুনিয়রদের অনেক সাহায্য হবে। উনার (তামিমের) যে অভিজ্ঞতা আছে, উনি থাকলে তো অবশ্যই দলের অনেক সুবিধা হয়। জুনিয়র প্লেয়াররা অনেক শিখতে পারে। এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করা মুশফিল। যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন।’
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, নিবার্হী সম্পাদক : এডভোকেট আব্দুল্লাহ আল মামুন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০।। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ