
খসরু মৃধা:
গাজীপুর মহানগরীর পূবাইলে চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে চোরাই মালামাল সহ এক চোর আটকের খবর পাওয়া গেছে,
খোজ নিয়ে জানা গেছে, পূবাইলের ৪১ নং ওয়ার্ডের নয়ানী পাড়া এলাকার স্থানীয় শাকিল কালামের বাড়িতে ১৭ এপ্রিল রাতে বাড়ির ক্যাচি গেইট এর তালা কেটে বাড়িতে প্রবেশ করে দুই চোর ,
এ সময় ২য় তলার একটি রুমের থাই গ্লাস খুলে ঘরে থাকা দামি মোবাইলফোন ও জিনিসপত্র নিয়ে যায় চোর চক্র, এক পর্যায়ে অপর আরেকটি রুমের দরজা ভাংগার আওয়াজে বাড়ির ভাড়াটিয়াদের ঘুম ভেংগে যায় ,
ভাড়াটিয়া ও বাড়ির মালিক চুরির বিষয়ে অবগত হয়ে চিৎকার করলে এগিয়ে আসে প্রতিবেশীরা ,সেই সময় চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পূবাইল রহমানিয়া মাদ্রাসা এলাকা থেকে চুরি হওয়া মালামাল সহ এক চোর কে আটক করে ফেলে এলাকাবাসী,
এ সময় চুরি করতে আসা অপর চোর পালিয়ে যায়, পরে আটকৃত চোর কে পূবাইল থানা পুলিশ এর কাছে সোপর্দ করে স্থানীয় জনগণ,
আটকৃত বেলায়েত ওরোফে মুরাদ গাজীপুর জেলার, জয়দেবপুর থানার, কুমুন (মাঝখাতিয়া) গ্রামের মৃত আবু সাইদ এর ছেলে, আভিযোগ সুত্রে জানা যায় উদ্ধার হওয়া চোরাই মালামাল এর মূল্য প্রায় দুই লক্ষ টাকা, এ বিষয়ে গাজীপুর মহানগরীর পূবাইল থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে,
পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান আইনগত প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।