সিংগাইরে তিন ফসলী কৃষি জমির মাটি লোপাট,  চুনোপুটিদের নামে মামলা হলে, রাঘববোয়ালরা ধরাছোঁয়ার বাইরে

মোঃ জাহাঙ্গীর আলম,  স্টাফ রিপোর্টার :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় তিন ফসলী কৃষিজমির মাটি কাটা বন্ধে চুনোপুটিদের নামে মামলা হলে, রাঘববোয়ালরা ধরাছোঁয়ার বাইরে-দৈনিক স্বাধীন সংবাদ  পত্রিকার  শিরোনামে নিউজ হলে, কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার কথা বলে এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি। ১৭/০৪/২৪ ইং তারিখে  সর জমিনে গিয়ে জানা যায় সুরুজ কোম্পানি,  সিংগাইর উপজেলার বল ধারা ইউনিয়নের খোলাপাড়া উত্তর পারিল চকের প্রায় অর্ধশত বিঘা তিন ফসলি কৃষি জমির মাটি কেটে সাগর থেকে মহাসাগর তৈরি করছেন।অপরদিকে চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোঃরিপন হোসেন ও তার ভাই স্বপন,পাপল, ফরসেদ সহ অজ্ঞাত আরো পাঁচ থেকে সাতজন , চারিগ্রাম ইউনিয়নের চর দাসেরহাটি গ্রামীণ রাস্তা সংলগ্ন এলাকায় ভেকু দিয়ে মাটি কাটছেন।সরজমিনে গিয়ে চেয়ারম্যানের ভাই স্বপন এর নিকট মাটি কাটার বিষয়,  মাটি কেটে ট্রলি দিয়ে মাটি পরিবহনের ফলে সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে জনসাধারণের চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং মাটি পরিবহনের ফলে গ্রামীণ রাস্তাঘাট ভেঙে সরকারের কোটি কোটি টাকা অপচয় হওয়ার বিষয় জানতে চাইলে,স্বপন উত্তেজিত হয়ে যান। চেয়ারম্যানের ভাই স্বপন এরকম একটা ভাব নেন, মনে হয়েছিল  সাংবাদিকরা তাদের বাড়ির চাকর বাকর ।চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোঃ রিপন হোসেন  মাটি কাটার বিষয় এবং রাস্তাঘাট নষ্ট করে সরকারের কোটি কোটি টাকা অপচয় করার বিষয় এড়িয়ে গিয়ে সাংবাদিকদের তার চারিগ্রাম বাজারে যেতে বলেন।সুরুজ কোম্পানি  তিন ফসলী কৃষি জমির মাটি পাচার করতে গিয়ে  ২০ থেকে ৩০ টি দশ চাকার অবৈধ ড্রাম ট্রাক দিয়ে পরিবহনের ফলে,  গ্রামীণ রাস্তাঘাট  ভেঙে  সরকারের কোটি কোটি টাকা অপচয় করার পর প্রশাসন কে বারবার জানানোর পরেও, কোন ব্যবস্থা নিচ্ছেন না। সচেতন মহল তিন ফসলি  কৃষিজমির মাটিকাটা বন্ধে  ভূমি প্রতিরোধ আইনের ১৩ ধারার বাস্তবায়ন চায়। ১৩ ধারায় বলা আছে তিন ফসলি কৃষি জমির  মাটি কাটার শাস্তি দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড । বলধারা  ইউনিয়ন ভূমি কর্মকর্তা, মোঃ আতিকুল ইসলাম আতিক বলেন, তিন ফসলী কৃষি জমির মাটিকাটা বন্ধে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।  সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন  ব্যবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *