সোনাইমুড়ীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

নিজাম উদ্দিন:

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আলমের উপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম হয়ে বজরা হাসপাতালে ভর্তি।

১৫ এপ্রিল সোমবার রাত ৯ টায় তার নিজ এলাকা জয়াগ ইউনিয়নের আনন্দিপুর গ্রামের নুরানি মাদরাসা সংলগ্ন আজমে চা দোকানের সামনে ছোটন এবং শিমুলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায় এতে তিনি মারাত্মকভাবে আহত হয়। চিৎকার শুনে এলাকার লোকজন আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়, খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশের এস আই গিয়াসউদ্দিনের নেতৃত্বে গুরুতর জখম হওয়া মাকসুদ আলম মেম্বার কে উদ্ধার করে বজরা হাসপাতালে নিয়ে ভর্তি করান।সাংবাদিক মাকসুদ আলম জানান, যারা আমার উপরে হামলা করে তারা দীর্ঘদিন থেকে যাবতীয় মাদকদ্রাদী ব্যবসা করিয়া আসিতেছে আমি সাংবাদিক হিসেবে তাহাদের এহেন কর্মকান্ডের বিষয় কয়েক বছর পূর্বে থেকে পত্রিকা সংবাদ প্রকাশ করার পর ছোটন বাহিনীর ছোটনকে গ্রেপ্তার করে পুলিশ প্রশাসন।এর সূত্র ধরে ছোটন বাহিনীর সন্ত্রাসীরা আমার প্রতি আক্রোশী মনোভাব পোষণ করিতে থাকে। এমতঅবস্থায় সোমবার আমি সোনাইমুড়ী বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় রাত ৯ টায় আজমের চা দোকানের সামনে অর্থাৎ আমার নিজ বাড়ী থেকে ৫০০ গজ উত্তরে পৌঁছালে পূর্ব থেকে উঠ পেতে থাকা ছোটন বাহিনীর সন্ত্রাসীরা আমার উপর অতর্কিতভাবে হামলা করে, ছোটন আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরিয়া শ্বাস রোধে প্রাণে হত্যার চেষ্টা করে। তাহার হাতে থাকা দাঁড়ালো কিরিচের বাট দিয়া বাড়ি মারিয়া আমার নাকে মারাত্মক ফাটা রক্তাক্ত জখম করে। অন্য সন্ত্রাসীরা আমাকে এলোপাথাড়ি পিটাইয়া আমার বাম পাজরে, পিঠে, মাথার বাম পাশে মারাত্মক ফুলা বেদনা দায়ক জখম করে আমার সাথে থাকা নগদ অর্থ মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ আমাকে ঘটনাস্থল থেকে জখমী অবস্থা উদ্ধার করিয়া চিকিৎসার জন্য সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, আমি বর্তমানে চিকিৎসাধীন আছি। আমি পুলিশ প্রশাসনের মাধ্যমে এই সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করছি। সোনাাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ হামলার কথা আমি শুনেছি আমার পুলিশ পাঠিয়ে আমি তদন্ত করে আইন মোতাবেগ ব্যবস্থানেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *