হাথুরুর বাংলাদেশে ফেরা নিয়ে যা বলছে বিসিবি

স্পোর্টস ডেস্ক:

সপ্তাহখানেক আগে গুঞ্জন ছড়িয়েছিল টাইগারদের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। যে কারণে আর ফিরতে চান না বাংলাদেশে। যদিও উড়ো খবরটি যে ভুয়া ছিল তা কয়েকঘণ্টার ব্যবধানেই নিশ্চিত হওয়া গিয়েছিল। তবে ঢাকায় কবে আসছেন হাথুরু, তাকে নিয়ে নতুন করে আর কোনো ধোঁয়াশা রয়েছে কি না। এবার সব খোলাসা করলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

হাথুরুসহ অন্য কোচিং স্টাফদের ঢাকা ফেরা নিয়ে জালাল বলেন, ‘আমাদের প্রধান কোচ আসবেন ২১ তারিখ রাত্রে বেলা, বেশিরভাগ কোচ ২২-২৩ তারিখের মধ্যে অ্যাভেইলেবল। ইতোমধ্যে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এখানে আছেন। জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের আসার কথা। আশা করি জিম্বাবুয়ে সিরিজের আগেই চলে আসবেন। বাকি যারা আছে তারাও ২৩ এপ্রিলের আগে চলে আসবে।’

এদিকে গতকাল নতুন স্পিন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মুশতাক আহমেদ। তাকে নিয়ে জালাল বলেন, ‘মুশতাক আহমেদ থাকা অবস্থায় দেশের আনাচে-কানাচে যদি ভালো লেগ স্পিনার থাকে এবং যারা এক্সপোজার পায়নি, তাদের জন্য ট্যালেন্ট হান্ট (স্পিনার হান্ট) করতে পারি সেটা ক্রিকেটের জন্য ভালো হবে, লেগ স্পিনের ভবিষ্যতের জন্য ভালো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *