টাঙ্গাইল শহরের বি‌ভিন্ন প‌য়েন্টে কক‌টেল বি‌স্ফোরণ

স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইল পৌরসভাসহ শহ‌রের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে কক‌টেল বি‌স্ফোরণের ঘটনা ঘ‌টে‌ছে। এতে মানুষজনের ম‌ধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বুধবার (১৭ এপ্রিল) রাত ৯টা ৪৫ মি‌নি‌টের দি‌কে টাঙ্গাইল পৌরসভার সাম‌নে, পৌর উদ্যান, ছয়আনী পুকুর পাড়, আদালতপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, থানা পাড়া এলাকায় বিকট শ‌ব্দ হ‌য়ে কক‌টেলগু‌লো বি‌স্ফোরিত হয়। এতে জনম‌নে আত‌ঙ্কের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

ঘটনার পর পু‌লি‌শের মোটরসাইকেলের মোবাইল টিম শহ‌রের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে টহল দেয়। এছাড়া শহ‌রের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে চেক‌পোস্ট ব‌সি‌য়ে তল্লাশি ক‌রে। এদি‌কে বৃহস্পতিবার সকা‌লে টাঙ্গাইল শহ‌রে জেলা আওয়ামী লী‌গের দুই গ্রু‌পের পক্ষ থে‌কে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশের ডাক দেওয়া হ‌য়ে‌ছে।

জানা গেছে, জেলা আওয়ামী লী‌গের একাংশ সচেতন নাগরিক সমাজের ব্যানারে বৃহস্প‌তিবার সকালে ধর্ষণ মামলার আসামি শহর আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া গোলাম কিবরিয়া বড় মনির‌কে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমা‌বে‌শের ডাক দেয়। অপর‌দি‌কে একই সম‌য়ে আওয়ামী লী‌গের আরেক অংশ জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামিদের বিচার দাবিতে সমাবেশের ডাক দেয়।

টাঙ্গাইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. লোকমান হো‌সেন ব‌লেন, রা‌তে কে বা কারা এসব ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। পৌরসভার সাম‌নে থে‌কে কক‌টেল সদৃশ্য দুইটি বি‌ষ্ফোরক পাওয়া গে‌ছে। তদন্ত করা হ‌চ্ছে। শহ‌রে পু‌লি‌শি তৎপরতা বৃ‌দ্ধি করা হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *