
মনজুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইলে ধান ক্ষেত থেকে মোছাঃ নাজমা আক্তার (৩৭) নামের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানার পুলিশ। গত (১৭ এপ্রিল) রোজ বুধবার দিবাগত রাত ১০টার সময় নান্দাইল পৌরসভার দেওয়ানগঞ্জ বাইপাস রোডের চারিআনিপাড়া বড়বড়িয়া বিলের বোর ধান ক্ষেত থেকে মোছাঃ নাজমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজনিয়ে জানাযায়, নাজমা আক্তার নান্দাইল পৌরসভার চারাআনিপাড়া মহল্লার মোঃ হাসিম উদ্দীন মেয়ে ওআ: মন্নান’র স্ত্রী এবং চার সন্তানের জননী।
নাজমা আক্তার এর পরিবারের লোকজন বলেন, নাজমা আক্তারের খুনিকে সনাক্তকরণে সঠিক বিচার চাই।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, খবর পেয়ে লাস উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে।