
মোঃ কামরুল ইসলাম, ভালুকা প্রতিনিধি:
প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ আব্দুল ওয়াহেদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান সহ কয়েক জন খামারি।উদ্বোধন শেষে স্থানীয় সংসদ সদস্য বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন এবং স্থানীয় যুব সমাজকে আধুনিক কৃষি খাতে বিনিয়োগ করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।