তহসীলদার কতৃক লাল পতকা ভূমিদস্যু হাসান ফেলে দিয়ে বাড়ির পূর্ণ নির্মাণ কাজ শুরু করেছে

কামরুল ইসলাম:

লোহাগাড়া উপজেলার অভিভাবক হচ্ছে (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) অথচ তাদের দ্বায়িত্ব হিনতার কারণে সরকারি জায়গা ভূমির্দুষরা অবৈধ ভাবে দখল করে নিচ্ছে।

এই বিষয়ে স্থানীয় ভাবে গোপন সুত্রে সংবাদ পেয়ে উক্ত প্রতিনিধি পুটিবিলা ও কলাউজ্জানের বিভিন্ন জায়গায় পরির্দশন করে ঐসময পুটিবিলার পহরচাঁন্দা ৬ নং ওয়ার্ড হানিফার পাড়া মালদার হারাজোরের চিহ্নিত ভূমির্দূষ মোঃ হাসান পিতঃমোঃ ইন্না আমিন কিছু সন্ত্রাসী নিয়ে প্রতিনিধির উপর হামলা করার চেষ্টা করলে যেই কোন ভাবে প্রতিনিধি ঘটনা স্থল ত্যাগ করে।

লোহাগাড়া উপজেলায় এসে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করলে ইউএনও অভিযোগ টা দেখতে সহকারী কমিশনার ভূমি কে দ্বায়িত্ব দিলে সহকারী কমিশনার ভূমি তহসিলদার অফিস কে দ্বায়িত্ব দিলে উক্ত বাড়ি পরিদর্শন করে শুধু তাই নয় পুটিবিলার নয়া পাড়া, বাগান পাড়ায় অবৈধ ভাবে সরকারি জায়গা দখল হচ্ছে ।

কলাউজান ও পুটিবিলায় এই ধরনের বহু সরকারি সম্পদ অবৈধ ভাবে দখল করে নিচ্ছে ভূমির্দুষরা অথচ অভিযোগ করার পরে পহরচাঁন্দার উক্ত বাড়িতে তহসিলদার কতৃক লাল পতাকা দেওয়া হয় সেই পতকা ভূমির্দূষ হাসান কতৃক পেলে দিয়ে বাড়ির পূর্ণ নির্মাণ কাজ শুরু করে অথচ ইউনো এবং সহকারী কমিশনার ভূমি কোন ধরনের বেবস্থা গ্রহণ করছেন না। শুধু তাই নয় রাত দিন ফসলি জমি ও মাটি কাঁটার মহোৎসব চলছে লোহাগাড়া উপজেলার চরম্বা,কলাউজান, পুটিবিলায় এই বিষয়ে মাননীয় সংসদ লোহাগাড়া সাতকানিয়া উপজেলার অভিভাবক এমপি মোতালেব সিআইপি কঠোর হুশিয়ার করে দিলে ও যাদের এই বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা তাদের দ্বায়িত্ব হিনতার কারণে ফসলি জমি ও পাহাড় কাটা চলছে কমে যাচ্ছে পাহাড় ও ফসলি জমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *