আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ

মোঃ শামীম হোসেন:

ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতাল আগারগাঁও এর পরিচালকের বিরুদ্ধে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগে আগামী ২৫ এপ্রিল পুনঃশুনানির দিন ধার্য করেছেন মোঃ আখতার- উজ- জামান সমন্বয়কারী (যুগ্ম সচিব) জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২০২৩-২৪ অর্থবছরে আউটসোর্সিং জনবল নিয়োগের ই -জিপি দরপত্রে অনেস্ট সিকিউরিটি সার্ভিস সহ মোট ১২ টি সিকিউরিটি কোম্পানি দরপত্র আহবান করেন। তাতে দেখা যায় কয়েকটি সিকিউরিটি কোম্পানি উক্ত দরপত্রের আউটসোর্সিং জনবল নিয়োগ এর বিরুদ্ধে অর্থনৈতিক লেনদেনসহ সরকারের ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে মর্মে স্বাস্থ্যসেবার সচিব বরাবর সত্যতা যাচাইয়ের অভিযোগ তুলেছেন। উক্ত অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে অনেস্ট সিকিউরিটিজ কোম্পানির উল্লেখিত দরপত্রে যে Estimate Cost রয়েছে তাতে ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়াও প্রাপ্ত প্রতিষ্ঠানের মোট বেতন বিলের উপর কিভাবে ভ্যাট নির্ধারিত হবে তার কোন ব্যাখ্যা দরপত্র আহ্বানকারী কর্তৃপক্ষ দেয়নি। উল্লেখ্য Standard Tender Documents (STD)অনুসারে জনবলের সেবামূল্য ও কমিশনের উপরে ভ্যাট (Vat)সংযুক্ত করে দর দাখিল করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতাল আগারগাঁও এর কয়েকজন সরকারি স্টাফ জানায় গত ০৪/০৩/২০২৪ ইং এই হাসপাতালে আউটসোর্সিংয়ে ১৪১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সবার নিকট থেকে ২ লক্ষ টাকা করে ঘুষ নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে মন্তব্য জানতে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতাল আগারগাঁও এর পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ বাবরুল আলম এর সাক্ষাতে মন্তব্য জানতে চাইলে তিনি জানান, আমি এ বিষয়ে কোনো কথা বলতে রাজিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *