
মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোটার:
মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কেষ্টির চকে তিন ফসলি কৃষি জমির মাটি কাটায় শত শত বিঘা জমিতে মাটি পরিবহনের ড্রাম ট্রাকের ধুলোবালিতে থোর যুক্ত ধান বিনষ্ট হয়ে যাচ্ছে, হতদরিদ্র কৃষকরা এখন দিশেহারা হয়ে পড়ছে। কৃষকরা বলছেন আল্লাহ ছাড়া আমাদের পাশে আর কেউ নেই। প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় ফলে আমাদের তিন ফসলি কৃষি জমি ও থোরযুক্ত ধান চিটা হয়ে ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে। আমরা সারা বছর কি খেয়ে বাঁচব,না খেয়ে অনাহারে থাকতে হবে। সাংবাদিক জাহাঙ্গীর আলম কে বলেন , আপনারা আমাদের বাঁচান। মাটিখেকোরা বলেন আমরা প্রশাসনকে ম্যানেজ করে তিন ফসলি কৃষি জমির মাটি কাটছি, কৃষকরা অভিযোগ দিলে কোন লাভ হবে না।মাটি খেকোদের মূল হোতা বাদশা বলেন, আমি জানি থোরযুক্ত ধানে ধুলোবালি গেলে পোকামাকড় কম হবে এবং কীটনাশক ওষুধের চেয়ে এই ধুলোবালি ইরিগেশন জমির ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিটন ঢালী কে ফোন করলে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।