ইপিজেড থানা  কিশোর গ্যাং প্রতিরোধ  বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

রাজিব আহমেদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
অদ্য ২১ এপ্রিল, ২০২৪ খ্রি. রবিবার দুপুর ১৫:০০ ঘটিকায় নগরীর ইপিজেড থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা  বিষয়ক মতবিনিময় সভা। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হোসাইন।
সভায় থানা এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন ইপিজেড থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হোসাইন। এসময় তিনি থানা এলাকায় বসবাসরত সম্মানিত নাগরিকবৃন্দকে কিশোর গ্যাং, জুয়া, মাদকের ব্যবহার, পতিতাবৃত্তি ইত্যাদি প্রতিরোধে সচেতন হবার পরামর্শ দেন। নিজের পরিবারের উঠতি বয়সের সন্তানের দিকে সর্বোচ্চ নজরে রাখার পরামর্শ দেন। পাশাপাশি থানা এলাকায় কোথাও এধরনের কর্মকাণ্ড পরিলক্ষিত হলে ততক্ষণাত তা থানায় অবহিত করতে বলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করে ইপিজেড থানার অপারেশন অফিসার জানব আফসার উদ্দিন রুবেল। এসময় সেখানে অত্র থানার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *