
(কালকিনি)মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনি উপজেলায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আজ ২১এপ্রিল রবিবার বিকাল ৫ঘটিকা পর্যন্ত ছিলো মনোনয়োন পত্র জমা দেয়ার শেষ দিন। কালকিনিতে তিনটি পদের বিপরীতে মোট ১০জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে চার (৪) জন, এরা হলেন,
কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব মীর গোলাম ফারুক,
কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব তৌফিকুজ্জামান শাহিন,
যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক সাভাপতি জনাব মোঃ নুরুজ্জামান সরদার ও কয়ারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব আমিনুল ইসলাম
ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন তিন (৩) জন।
বর্তমান কালকিনি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাংবাদিক জনাব শহিদুল ইসলাম সরদার, কালকিনি উপজেলা কৃষক লীগের আহবায়ক সাংবাদিক মোঃ ইকবাল হোসেন, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আসাদুজ্জামান জামাল মোল্লা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, কালকিনি উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান আরিফা আক্তার বিথী,কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ চায়না খানম ও কাজী নাছরিন।
উল্লেখ্য যে, ১টি পৌরসভা ও ১০ ইউনিয়ন নিয়ে কালকিনি উপজেলা গঠিত। কালকিনি উপজেলায় ভোটার সংখ্যা মোট ১৮৫১০২। পুরুষ ভোটার ৯৬৩২৫, মহিলা ভোটার ৮৮৭৭৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। আগামী ২১ মে ভোট গ্রহন।