
মোহাম্মদ সাইদ (কেরানীগঞ্জ-ঢাকা) :
রাজধানীর বুড়িগঙ্গা নদীতে খোলামোড়া খেয়া ঘাটে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বসিলা নৌ পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে হত্যার পরে গলায় ইট বালুর বস্তা বেঁধে লাশ টিকে ডুবিয়ে দেওয়া হয়। নিহতের পরনে ছিল লুঙ্গি এবং শরীরের ছিলো ট্যাটু চিহৃ । তবে শরীরের চামড়া খসে পড়ায় আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
সোমবার (২২ এপ্রিল) দুপুর ২ টায় কেরানীগঞ্জের খোলামোড়া খেয়াঘাট এলাকার সিমেন্ট ঘাটের পাশে নদী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বসিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর দেলোয়ার হোসেন খান জানান, নদীপাড়ে স্থানীয় লোকজন নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। লাশের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন সদস্যদের খবর দিয়ে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের চেষ্টা করা হয়েছে। তবে লাশটি দুই-তিন দিন আগের হওয়ায় পুরো শরীরের চামড়া খসে পড়ায় তা সম্ভব হয়নি। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।