
মোঃআক্তার হোসেন (বাবু) :
ভবেরচরে প্রচন্ড তাপদহ উপেক্ষা করেও গণসংযোগ করলেন আমিরুল ইসলাম তিনি জানান আমি প্রাকৃতিক যে কোন বিপর্যয়ের মুহূর্তে জনগণের পাশে ছিলাম এখনো থাকবো জনসভায় আমার মূল লক্ষ্য কোন অপশক্তি আমাকে দাবিয়ে রাখতে পারবে না
সারাদেশে হিট এলার্ট চলছে তবু বসে নেই প্রার্থীরা, প্রচন্ড তাপদহ উপেক্ষা করেই ছুটছেন ভোটারদের কাছে,গজারিয়ায়ও তাঁর ব্যতিক্রম না,আজ ভবেরচর ইউনিয়ন এর কালীতলা,ভবেরচর বাজার,লক্ষীপুরা মোড়,কলেজ রোড়,হাসপাতাল চত্ত্বর,ভবেরচর বাস ষ্টান্ড এলাকায় গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী,বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বি,আর,ডি,বি’র চেয়ারম্যান সিকান্দার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন দেওয়ান,উপজেলা আওয়ামী লীগ নেতা মো:জমু মিয়া মেম্বার,সাবেক জেলা ছাত্রলীগ নেতা নাসির সরকার,উপজেলা যুবলীগ নেতা মাছুম মৃধা, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো:লিয়াকত আলী,সা:সম্পাদক হাজী মাহাবুবুর আলম শিপলু,উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম উজ্জ্বল,স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সালেহ প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোলায়মান সরকার,সাবেক উপজেলা ছাত্রলীগের সিনি:সহ সভাপতি মঞ্জুরুল আলম মুঞ্জু প্রমুখ।
গনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে তিনি জানান,সাধারণ মানুষ শান্তির পক্ষেই আছে,তাঁরা শান্তির জন্য পূর্ণরায় আমাকেই নির্বাচিত করবে।