সাতকানিয়া উপজেলার মতো লোহাগাড়াতেও মাটি খেকোদের দন্ড দেওয়া দরকার

লোহাগড়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে দু’জনকে গ্রেপ্তার করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে কিন্তু উভয় পন্থায় লোহাগাড়াতে ও চলছে অথচ কোন উদ্যোগ নেই।
রবিবার (২১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টায় উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পাঠানীপুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস সচেতন মহল উনাকে ধন্যবাদ জানান ।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা এলাকার মোহাম্মদ আলাউদ্দীনের ছেলে আবুল কালাম (৪২) এবং লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমারা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে এরশাদ হোসাইন (৩৮)।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস যেমন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও তেমন কিন্তু সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতে কাজ করলে ও লোহাগাড়া নিরব তাই লোহাগাড়া উপজেলায় রাতদিন চলছে পাহাড় ও ফসলি জমি কাটার মহোৎসব, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বলেন, কৃষি জমির টপসয়েল কাটার খবর পেয়ে উপজেলার কালিয়াইশ ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় টপসয়েল কাটার সময় দু’জনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় আটক দু’জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *