
মোঃ লুৎফর রহমান খান :
বাকেরগঞ্জে আসন্ন উপজেলা পরিষদের প্রথম দফা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যান ও মহিলা ভাইস- চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ২৩ এপ্রিল -২০২৪, রোজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার বরিশাল জেলার সিনিয়র নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এ সময় উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও সহকারী রিটার্নিং অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। রিটার্নিং অফিসার নির্বাচনের আচরণবিধি প্রার্থীদেরকে অবহিত করেন এবং তা মেনে চলার পরামর্শ দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ০৪জন প্রার্থী, ভাইস -চেয়ারম্যান পদে ০৩জন প্রার্থী এবং মহিলা ভাইস-চেয়ারম্যান ০২জন প্রার্থীসহ মোট ৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন। চেয়ারম্যান পদে বিশ্বাস মুতিউর রহমান বাদশা- আনারস, রাজিব আহমেদ তালুকদার- কাপ পিরিচ, ক্যাপ্টেন (অব.) কামরুল ইসলাম খান – মোটরসাইকেল ও ফিরোজ আলম খান -দোয়াত কলম এবং ভাইস- চেয়ারম্যান পদে ড. আব্দুস সালাম মল্লিক- উড়োজাহাজ, মোঃ সাইফুল ইসলাম ডাকুয়া – তালা ও মোঃ শাহবাজ মিয়া – বই প্রতীক পেয়েছেন । অপরদিকে মহিলা ভাইস- চেয়ারম্যান পদে অধ্যাপক জাহানারা মাহবুব- কলস ও তাহমিনা বেগম মিনু’র মাঝে হাস প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এখানে উল্লেখ্য- গত ১৫ এপ্রিল চেয়ারম্যান পদে ০৬ জন, ভাইস- চেয়ারম্যান পদে ০৪জন ও মহিলা ভাইস -চেয়ারম্যান পদে ০২জন সহ মোট ১২জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র দাখিল করেছিল এর মধ্যে চেয়ারম্যান পদে ০২জন ও ভাইস চেয়ারম্যান পদে ০১জন সহ মোট ০৩জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমানে ০৯ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন । আগামী ৮ মে ২০২৪ রোজ বুধবার এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৩ লাক্ষ ১হাজার ২শত ১১জন এবং মোট কেন্দ্র সংখ্যা ১১৩।