
সালমান হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় ১ মণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১.১০ ঘটিকার সময় তাকে আটক করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আটককৃত যুবকের নাম নীরব মিয়া(২২)। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার রামগোপালপুর ইউপির ওডাকোনা গ্রামের খোকন আকন্দ এর ছেলে। জেলা গোয়েন্দা শাখা সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) নুরুন্নবী ও এসআই শুভ পাল সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউপির জগত সার এলাকার বরগিলা মোড় প্রফেসর ফাহিমা খাতুন পুলিশ বক্স এর সামনে হতে ৪০(চল্লিশ) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নীরব মিয়াকে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের মাধ্যমে তথ্য ছিলো গাড়িতে ( পিকআপ ভ্যান) মাদক আছে। গাড়িটির বডির নিচ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাড়িটি জব্দ করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।