
মোঃ কামরুল ইসলাম, ভালুকা ময়মনসিংহ:
ময়মনসিংহের ভালুকায় মুক্তিযোদ্ধের কিংবদন্তী ১১ নং সাব সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিন আহাম্মেদ ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুকে প্রকাশ্যে জনসভায় ২নং মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী কর্তৃক অকথ্য ভাষায় গালাগালি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ভালুকা – গফরগাও সড়কে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হাজী মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা যুব মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রহিমা আফরোজ শেফালী, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ সোলেমান মিয়া মহাসচিব শফিকুল ইসলাম বাবু বীর মুক্তিযোদ্ধা পারভেজ খোকন, মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন মুন্সি প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতর্কিত চেয়ারম্যান জেসমিন নাহার রানী পাবলিক মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীদের সামনে বিশেষ ব্যক্তিদের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিন আহমেদকে শুকর ও বাটপার বলে আখ্যায়িত করেন যা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়লে সারা ভালুকায় বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সন্তান ও সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।