
মিথুন কর্মকার আমতলী (বরগুনা) প্রতিনিধি:
যুগান্তর পত্রিকার ষ্টাফ রিপোটার (আমতলী) মোঃ জসিম উদ্দিন সিকদার, তালতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ছোটবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তৌফিকুজ্জামান তনুসহ ৮ ব্যাক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পচাঁকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে বরগুনা ডিবি পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু মিয়া এক তরুনীর বিরুদ্ধে মোবাইলে আপত্তিকর ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেয়ার অভিযোগ এনে গত ১২ এপ্রিল তালতলী থানার পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের করেন। এ মামলার প্রধান স্বাক্ষী উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক পঁচাকোড়ালিযা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের নগ্ন ও ওই তরুনীর সঙ্গে আপত্তিকর ভিডিও ক্লিপ গত ১৮ এপ্রিল রাতে ভাইরাল হয়। ৪৫ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায় চেয়ারম্যান রাজ্জাক একেবারে নগ্ন অবস্থায় মোবাইল নিয়ে বিছানায় শুইয়ে আছেন। ৫২ সেকেন্ডের আরো একটি ভিডিও ক্লিপে দেখা যায় চেয়ারম্যান ওই তরুনীর পা চাটছেন এবং টিপছেন। ১ মিনিট ৩৩ সেকেন্ডের আরেকটি ভিডিও ক্লিপে দেখা যায়, ওই তরুনীকে চেয়ারম্যান বাহুডেরা করে হাস্যজ্জল অবস্থায় শুইয়ে আছেন। এমন ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। চেয়ারম্যানের এমন ঘটনা দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এতে ক্ষুব্দ হয় চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার বাদী হয়ে তালতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনুকে প্রধান আসামী করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে বরগুনা ডিবি পুলিশের ওসিকে তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এ মামলার অন্য আসামীরা হলো তারিকুজ্জামান তারেক, মোঃ আরিফ হোসেন, যুগান্তর পত্রিকার ষ্টাফ রিপোর্টার জসিম উদ্দিন সিকদার, শফিকুল ইসলাম ইমন, মিলন গাজী, ফারুক, তশরিফ আহম্মেদ জুয়েল।
যুগান্তর পত্রিকার ষ্টাফ রিপোটার মোঃ জসিম উদ্দিন সিকদার বলেন, চেয়ারম্যান রাজ্জাকের নগ্ন ভিডিও ভাইরালের ছবি যুগান্তর পত্রিকায় প্রকাশিত হওয়ায় আমাকে হয়রানী করতে মিথ্যা মামলা দায়ের করেছেন।
মামলার প্রধান আসামী তালতলী উপজেলার আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুজ্জামান তনু বলেন, নিজের অপরাধ ঢাকতে চেয়ারম্যান রাজ্জাক হাওলাদার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।
বরগুনা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোঃ বশির আলম বলেন, এখনো মামলার নথি পাইনি। নথি পেলে তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে।