উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী

মোঃ শামীম হোসেন:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর মিরপুরে পথচারীদের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সারা দেশে চলমান তীব্র দাবদাহে কারণে নগরীর পথচারীদের জন্য সাত দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

রিজভী বলেন, ‘বাংলাদেশকে লুটপাটের আখড়া বানানো হয়েছে। ডলার সংকটে বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারছে না সরকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *