
খসরু মৃধা:
গাজীপুর মহানগরের মিরের বাজারে এশিয়ান টিভির সাংবাদিক ও পূবাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন পাঠানের ইলেকট্রনিক ও ফার্নিচার ফ্যাক্টরিতে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার দিন- দুপুরে পাঠান ইলেকট্রনিক এন্ড ফার্নিচার কারখানায় অটোরিকশা করে ২- ৩ জনের চুরের দল কারাখানার তালা ভেঙে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।এর মধ্যে মেশিনারিজ সহ কিছু মূল্যবান মালামাল ছিল।
জানা যায়, মিরের বাজার এলাকায় একই সাথে এক রাতে গত রমজানে ৬ দোকানে চুরির ঘটনাও ঘটেছে ।মিরের বাজারের এলাকার দোকানপাটে চুরি নিত্যনৈমিত্তিক ঘটনা।
বিষয়ে মিরের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা জানান এ বিষয়ে আমাকে কিছু জানায়নি।
পূবাইল থানার ওসি কামারুজ্জামান জানান অভিযোগ পেয়েছি।শীঘ্রই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।